খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান। গ্রেফতারকৃত শাহ আলম খাগড়াছড়ি পৌর এলাকার ইসলামপুর এলাকার বাসিন্দা। সদর থানার উপ পরিদর্শক(এসআই) আব্দুল্লাহ আল মাসুদ জানান, অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নানেরর নেতৃত্বে শনিবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দেশীয় তৈরী একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টা, চুরিসহ ১৫ টি মামলা রয়েছে।