খাগড়াছড়িতে আইসোলেশন ফেরত যুবকের করোনা শনাক্ত

NewsDetails_01

খাগড়াছড়িতে আইসোলেশন ফেরত যুবকের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

NewsDetails_03

ডা. পূর্ণজীবন চাকমা জানান, গত ৭ মে করোনার উপসর্গ নিয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় পানছড়ি উপজেলার লতিবান হরিসাধন পাড়া এলাকার এক যুবক। চট্টগ্রাম ফেরত এ যুবকের উপসর্গ থাকায় ওইদিনে তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। আজ ১৪ মে সে সুস্থ হয়ে উঠায় তাকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রিপোর্ট আসে তার করোনা পজেটিভ। রিপোর্ট পাওয়ার পর তাকে আবারও আইসোলেশনে নিতে মাঠে নেমেছে পানছড়ি উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত, খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা ও মহালছড়িতে এক পুলিশসহ ৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। জেলার প্রথম আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নি।

আরও পড়ুন