খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় শাকিল হোসেন (৫১) নামে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০১ নভেম্বর) রাতে দীঘিনালা উপজেলার দুর্গম শহীদ জব্বার নগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাকিল হোসেন উপজেলার মেরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি শহীদ জব্বার নগর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে।