খাগড়াছড়িতে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

NewsDetails_01

খাগড়াছড়ি আদর্শ যুব সংঘ ক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি
খাগড়াছড়িতে বিএনপি সমর্থকদের ওপর আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও নির্বাচনী কাজের বাধা প্রদান করছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ভূইয়া। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি আদর্শ যুব সংঘ ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম ভূইয়া বলেন, আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা তফসিল ঘোষণার পরও সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে পার্বত্য জেলা পরিষদের গাড়ী ও জনবল ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। খাগড়াছড়ি সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের ওপর হামলা ও নির্বাচনী কাজে অংশগ্রহণে বাধা প্রদান করছে।
এবিষয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন জানান, নির্বাচনী কাজে বাধা ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে জানিয়ে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম অভিযোগ করেছেন। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন