অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা এসএম অনীক চৌধুরী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ পরিচালক সুসময় চাকমা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ ও অপসংস্কৃতি রোধে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২০ ও ২১ জুলাই সারাদেশে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বাংলার চিরচায়িত ঐহিত্য, সংস্কৃতি ও লোকরীতির পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুসঙ্গ তুলে ধরা হবে। খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৫টা থেকে ৯টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব চলবে।