খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়ির শাপলা চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক কমিটি(সনাক)।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সনাক খাগড়াছড়ি শাখার সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, টিআইবি’র এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ ও ইয়েস সদস্য শিষ্ঠা চাকমা। মানববন্ধন কর্মসূচিতে টিআইবি’র ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও সমমনা বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।