জেলা পাবলিক হেলথ্ নার্সিং কর্মকর্তা রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জয়া চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোগীদের সেবা দিতে গেলে যেমনি ডাক্তার প্রয়োজন তার সাথে নার্সেস গুরুত্ব অনেক বেশি। সরকার নার্সেদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। রোগীদের সেবায় নার্সরা সবসময় পাশে আছে এবং থাকবে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমও ডা. নয়নময় ত্রিপুরা, ডা.রাজেন্দ্র ত্রিপুরা, ডা. সুবল জ্যোতি চাকমা, ডা.অনুতোষ চাকমা এবং নার্সিং সুপারভাইজার জুরানমনি মনি চাকমা ।