“বহু ভাষার সাক্ষরতা,উন্নত জীবনের নিশ্চয়তা” এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

দিবসটি উপলক্ষে আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীতে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশাস, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম ও অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম উপস্থিত ছিলেন।