খাগড়াছড়িতে আবারও ৭০ বস্তা চালসহ আটক ১
খাগড়াছড়িতে আজও প্রশাসনের অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ বস্তা চালসহ একজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৩এপ্রিল) দুপুরে দীঘিনালার ছোট মেরুং বাজারের চাল ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের গুদাম থেকে এসব খাদ্য শস্য জব্দ করা হয়। এ সময় মজুতকারী দেলোয়ার হোসেনকে আটক করা সম্ভব হলেও খাদ্যবান্ধব কর্মসূচির স্থানীয় ডিলার মো. জহির পালিয়ে যায়। পলাতক জহির ছোট মেরুং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল মানুষের মাঝে না দিয়ে অবৈধ ভাবে মজুদের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এতে ৭০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় মজুতকারীকে আটক করা গেলেও ডিলার পলাতক রয়েছে। উভয়ের বিরুদ্ধে দন্ডবিধি মোতাবেক মামলা দেয়া হচ্ছে।
অন্যদিকে, গতকাল মাটিরাঙ্গার তাইন্দং ও গোমতিতে পৃথক অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৬ বস্তা চালসহ এক যুবলীগ নেতাকে আটক করা হয়।