খাগড়াছড়িতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান
খাগড়াছড়িতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহীতা ও মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায় দাশ দেশদ্রোহীতা ও মানহানির অভিযোগে এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী রতন কুমার দে জানান, গত ১ ডিসেম্বর ঢাকা প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে মাহমুদুর বাংলাদেশের সার্বভৌমত্ব, শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটক্তিমূলক বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য দেশদ্রোহীতা ও মানহানিকর উল্লেখ করে এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ১৭ জানুয়ারীর মধ্যে খাগড়াছড়ি সদর থানার ওসি(তদন্ত) কে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন