খাগড়াছড়িতে ইঁদুর নিধন অভিযান শুরু

NewsDetails_01

খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
“ইঁদুর দমন সফল করি-মাঠের ফসল গোলায় ভরি” স্লোগানে খাগড়াছড়িতে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান। সোমবার খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের কৃষি কমিটির আহব্বায়ক এডভোকেট আশুতোষ চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বছরে একবার জুম চাষ করে পুরো বছরের খাদ্য সংগ্রহ করতে হয়। কিন্তু ইঁদুরের উপদ্রবে অনেক সময় ফসলহানীর কারণে পাহাড়ে ব্যাপক খাদ্য সংকট দেখা দেয়। এছাড়া ইঁদুর মারাত্মক বিভিন্ন রোগের জীবাণু বহন করে। তাই সরকার প্রতিবছর ইঁদুর নিধনে মাসব্যাপী কর্মসূচির আয়োজন করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা আব্দুর রউফ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি সুযশ চাকমা।

আরও পড়ুন