ইউনাইটেড পিপলস ডোমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের স্বণির্ভর এলাকা বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, নতুন কুমার চাকমা, দেবদন্ত ত্রিপুরা।
পরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের স্মরণে নীরবতা পালন ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বর্ণিভর মাঠ থেকে শোভাযাত্রা বের করে চেঙ্গী স্কোয়ার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত ঐতিহাসিক অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে একটি পক্ষ চুক্তির বিরোধীতা করে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হলরুমে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বে পূর্ণ স্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার একমাত্র সমাধান উল্লেখ করে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠন করা হয়।