খাগড়াছড়িতে ইয়াবা ‍জুয়েলের স্ত্রীর ছয় মাসের জেল

%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0খাগড়াছড়িতে মাদক মামলায় কারাগারে আটক স্বামী সাইফুল ইসলাম ওরফে ইয়াবা ‍জুয়েলকে গাঁজা সরবরাহ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়া স্ত্রী রোকসানা আকতার (২৩)-কে ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিশ শরমিন’র ভ্রাম্যমাণ আদালতে বুধবার দুপুরে এ সাজা প্রদান করে।

NewsDetails_03

খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ জানান, সকালে পৌনে ১০টার দিকে খাগড়াছড়ি শহরের আদালত সড়ক এলাকায় জনতা রোকসানা আক্তারকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশে সোর্পদ করে। পরে তাকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে সোপর্দ করা হলে রোকসানা আক্তার কারাগারে স্বামীর জন্য গাঁজা নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন।

প্রসঙ্গত, গত ২১ আগষ্ট মো. সাইফুল ইসলাম ওরফে ইয়াবা জুয়েলকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আটক করে পুলিশ।

আরও পড়ুন