এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম-সচিব শ্যামা প্রসাদ বেপারী। পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা,পানছড়ি ইউএনও মুহম্মদ আবুল হাশেম, উপ-প্রকল্প পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা। সভায় জেলার বিভিন্ন কলেজ, হাইস্কুল, মাদ্রাসার প্রধানগণ ও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের পরিচালক শ্যামা প্রসাদ বেপারী খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান উদ্ভোধন করেন এবং জেলা বিভিন্ন প্রতিষ্ঠানের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংকের মাধ্যম্যে নিজের একাউন্টে উপবৃত্তি টাকা পাবে।