খাগড়াছড়িতে একে ২২সহ তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার : আটক ২

purabi burmese market

খাগড়াছড়িতে অস্ত্রসহ: আটক দুই যুবক
খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় যৌথবাহিনীর অভিযানে একে ২২সহ তিনটি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়েছে।
যৌথবাহিনী সূত্র জানায়, সোমবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সুজন চাকমা ও আব্বাই মারমা নামে অস্ত্রধারী দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি একে ২২, দুইটি দেশীয় অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ বই ও সাংগঠনিক প্রচারপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আটককৃতরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কর্মী। এবিষয়ে এখনও ইউপিডিএফর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। রামগড় থানার ওসি শরিফুল ইসলাম জানান, আটককৃতদের থানায় হস্তান্তরের পর পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।