খাগড়াছড়িতে কঠোর লক ডাউন পালনে প্রশাসন তৎপর

NewsDetails_01

খাগড়াছড়িতে কঠোর লক-ডাউন পালনে প্রথম দিনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১জুলাই) সকাল থেকে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল রয়েছে। জেলা সদরের প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী ও পুলিশ। সাপ্তাহিক হাটের দিন হওয়ায় খোলা স্থানে বাজার বসলেও স্বাস্থ্যবিধি মানার ব্যপারে রয়েছে উদাসীনতা।

NewsDetails_03

তবে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও আইন অমান্যকারীদের জরিমানা করছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আলী জানান, সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে যে সকল নির্দেশনা জারি করেছেন তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ভ্রাম্যমান আদালত করা হচ্ছে। যারা নির্দেশনা অমান্য করছেন তাদের আর্থিক দন্ড দেয়া হচ্ছে। এ ছাড়া জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সর্তক করা হচ্ছে। প্রশাসনকে সহযোগীতা করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছেন।

আরও পড়ুন