খাগড়াছড়িতে করোনার দ্বিতীয় টিকা নিয়ে হট্টগোল

purabi burmese market

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। চাহিদার তুলনায় টিকা কম থাকায় বুধবার সকাল থেকে এ কেন্দ্রে হট্টগোল দেখা ছিল।

বুধবার (১৯ মে) দুপুর ১ টার পর টিকা শেষ হলে অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরেন।

টিকা নিতে আসাদের অভিযোগ, সকাল ৮ টা থেকে অপেক্ষা করে থাকলেও কতজনকে দেয়া হবে তা জানানো হয়নি। সবার কাছ থেকে কার্ড নেয়ার পর ১ টার সময় টিকা প্রদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। যাদের এসএমএস এসেছে তাদেরও অনেকে টিকা পাননি।

গত ৯ মে থেকে টিকা শেষ হওয়ায় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ। তবে চলতি সপ্তাহে যে বরাদ্দ পেয়েছে তা দিয়ে আজ থেকে কার্যক্রম শুরু করা হয়। ৩০০ জনকে দেয়ার পর টিকা শেষ হয়ে গেলে হট্টগোল তৈরী হয়। পরে পুলিশ গিয়ে উপস্থিতদের শান্ত করেন।

সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে করোনার প্রথম ডোজ পেয়েছে ৩০ হাজার ২ শ ৩২ জন। গত ৯ মে পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৭ হাজার ৮ শ ১৭ জন। আজ ৩ শ জনকে টিকা দেয়া হয়েছে। পরবর্তীতে টিকা আসলে আবার দেয়া হবে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।