খাগড়াছড়িতে করোনা’র ভ্যাকসিন প্রদান শুরু

NewsDetails_01

সারাদেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতেও আনুষ্ঠানিক ভাবে করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। আজ রবিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স হাসপাতালে সামরিক সদস্যদের করোনার টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বিশে^র অনেক দেশ এখনও করোনার ভ্যাকসিন পায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় ভ্যাকসিন আবিস্কারের সাথে সাথে আমরা তা পেয়েছি। পর্যায়ক্রমে দেশের সকল নাগরিক ভ্যাকসিনের আওতায় আসবে।

NewsDetails_03

এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ সহ সামরিক কর্মকর্তারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, খাগড়াছড়ি জেলায় সম্মুখ সারির ৪ হাজার ৬ শ ২১ জন করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য ইতোমধ্যে আবেদন করেছেন।

আরও পড়ুন