খাগড়াছড়িতে কারাগারে কয়েদির মৃত্যুর ঘটনায় আদালতে পরিবারের মামলা

NewsDetails_01

খাগড়াছড়ি কারাগারে গত ২৮ মে মিলন বিকাশ ত্রিপুরা নামে এক কয়েদির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতি পূরণের দাবিতে আদালতে মামলা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ জুন) খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলমের আদালতে নিহতের বাবা মনসরাই ত্রিপুরা বাদি হয়ে মামলাটি করেন। আদালত আগামী ২২ জুন মামলাটির আদেশের দিন ধার্য করেছে বলে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা।

NewsDetails_03

কারাগারে কয়েদির মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনও জমা দেয়া হয়নি। এদিকে, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

প্রসঙ্গত, গত ১৭ মে পর্ণোগ্রাফী আইনের মামলায় গুইমারা থেকে গ্রেফতার হয় নিহত মিলন বিকাশ ত্রিপুরা। তার বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়িতে। গত ২৮ মে সকালে খাগড়াছড়ি কারাগারের আইসোলেশন সেন্টার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন