খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাটিরাঙার তাইন্দং তানাইক্কা পাড়ায় বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ করে তাইন্দং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সামাদসহ ৪জন। আজ বুধবার সকাল ১০টায় নির্যাতিতা কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নির্যাতিতার স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় রান্নাঘরে রাতের খাবার তৈরী করার সময় সামাদ সহ তার সঙ্গীরা মিলে কিশোরীকে বাড়ির পাশের ধান খেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। রান্না ঘরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ধান খেত থেকে অজ্ঞানাবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, এঘটনায় এখনও থানায় কোন অভিযোগ আসেনি।

আরও পড়ুন