পুলিশ জানায়, ফেসবুকে পরিচয়ের সূত্রধরে গত মঙ্গলবার অভিযুক্তরা খাগড়াছড়িতে কিশোরীর সাথে দেখা করতে আসে। খাগড়াছড়ি শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে কথিত প্রেমিক ও তার সহকারী মিলে হাসপাতালে রেখে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।