খাগড়াছড়িতে কৃষি জমির মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা

purabi burmese market

খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকায় ইটভাটার জন্য কৃষি জমির উর্বর মাটি কাটার দায়ে মো. সেলিম নামে এক ভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসনের কার্যালয়ের তথ্যমতে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এ কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটা ব্যবহারে নিষেধ রয়েছে। খাগড়াছড়ি সদরের ইটভাটা মালিক মো. সেলিম আইন লঙ্ঘন করে স্কাভেটর দিয়ে মাটি কেটে ভাটায় নেয়ার দায়ে তাকে আড়াই লাখ টাকা জরিমানা দেওয়া হয়। ভবিষ্যতে এমন কাজ না করতে সর্তকও করা হয় ভাটা মালিককে।

উল্লেখ্য, খাগড়াছড়িতে ৪২ টি ইটভাটা চলছে অবৈধ ভাবে। যার সবক’টিতে কাঠ পুড়িয়ে, কৃষি ও পাহাড় কেটে মাটি দিয়ে তৈরী করা হচ্ছে ইট।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।