হাসপাতালে আসা দয়া কুমার ত্রিপুরা নামে রোগীর এক আত্মীয় জানান, সোমবার সকাল থেকে ওই গ্রামের লোকজনের মাঝে কেউ কেউ হঠাৎ কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে এমন রোগের কথা ছড়িয়ে পড়ে। এতে অনেকে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের তত্বাবধায়ক(ভারপ্রাপ্ত) ডা: নয়ন ময় ত্রিপুরা জানান, চিকিৎসা বিজ্ঞানে এটি গণমনস্তাত্ত্বিক রোগ, মানসিক ভাবে এটি ছড়ায়। আক্রান্তদের মানসিক ভাবে আস্বস্ত করতে পারাতে এ রোগের চিকিৎসা।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: আব্দুস সালাম ও আমি (নয়ন ময় ত্রিপুরা) নিজেই মঙ্গলবার দুপুরে এলাকা পরিদর্শন করে গ্রামবাসীদের ভয় না পেতে পরামর্শ দেয়া হয়েছে।