খাগড়াছড়িতে গাঁজাসহ বাসের সুপারভাইজার আটক

Khagrachhari drugs recover picখাগড়াছড়িতে দশ কেজি গাঁজাসহ মো: আজাদ নামের চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদরের আলুটিলা এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। সে শান্তি পরিবহনের সুপারভাইজার। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মো: হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলুটিলা পর্যটন এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের মালামাল বহনের বাক্সে তল্লাশি চালিয়ে দশ কেজি গাঁজাসহ বাসের সুপারভাইজার আজাদকে আটক করা হয় ।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য চোরাচালানে সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন