খাগড়াছড়িতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

purabi burmese market

খাগড়াছড়ির রামগড় উপজেলায় রাশেদা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে বসতবাড়িতের ঢুকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার স্বামী ওমর ফারুক বাধা দিতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা। নিহতের স্বামী স্থানীয় সোনাইপুল বাজারে মৌসুমী ফল ব্যবসায়ী।

পুলিশ জানায়, স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে রাশেদা আক্তারের মৃত্যু হয় এবং ওমর ফারুক চিকিৎসাধীন রয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান জানান, হত্যা রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। নিহতের স্বামীকে পুলিশ পাহারায় চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।