খাগড়াছড়ির মানিকছড়িতে সালমা বেগম(২০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে মানিকছড়ির তিনটহরী মধ্যম পাড়ার বাড়ি থেকে স্থানীয়রা আহতাবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মো: মহিউদ্দিন গৃহবধূ সালমা বেগমকে মৃত ঘোষণা করে এবং গুরুত্ব আহতাবস্থায় স্বামী বেলাল হোসেনকে চট্টগ্রামে প্রেরণ করে।
মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো: মহিউদ্দিন জানান, গৃহবধূর শ^াসনালী কাটা এবং তার স্বামীরও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
মানিকছড়ি থানার ওসি মো: রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।