খাগড়াছড়িতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

অহিদুর রহমান
খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অহিদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রাতে (বৃহস্পতিবার) রামগড়ের দাতারাম পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি রামগড়ের মধুপুর এলাকার মফিজুর রহমানের ছেলে।
ধর্ষণের শিকার গৃহবধূর স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাতে দাতারাম পাড়া এলাকায় ভিকটিমের বাড়িতে ঢুকে অহিদুর জোরপূর্বক তার ওপর পাশবিক নির্যাতন চালায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অহিদুরকে আটক করে পুলিশে সোর্পদ করে।
রামগড় থানার অফিসার ইন-চার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ভিকটিম বাদী হয়ে অহিদুর রহমানকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন