স্থানীয় ও পুলিশের ধারণা গ্যাসের ভর্তি সিলিন্ডার থেকে খালি সিলিন্ডারে গ্যাস ভরানোর সময় এ ঘটনা ঘটে, এ ঘটনায় তদন্ত চলছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর তোষক ও কাগজের কাটুনের আগুন দেখতে পায়। বিস্ফোরণ এড়াতে সিলিন্ডারে পানি ছিটানো হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্তা নিবে। অবৈধ উপায়ে গ্যাস এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে ভরানোর যে তথ্য পাওয়া গেছে সেটিকেও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।