জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমার্ল্য অর্পণ করেন নেতাকর্মীরা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে কলেজ সড়কস্থ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমার্ল্য অর্পণ করেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে এসে কেক কেটে আনন্দ ভাগাভাগি ও আলোচনা সভার আয়োজন করেন। সভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করেনা বলেই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে বাধা দিচ্ছে অভিযোগ করে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় কঠোর আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।