খাগড়াছড়িতে ছাত্রলীগের পর মাঠে নামলো কৃষক লীগ

purabi burmese market

করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় কৃষক লীগের খাদ্য নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ।

আজ শুক্রবার (১ মে) সকাল থেকে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের অর্ধ শতাধিক নেতাকর্মী সদর উপজেলার বটতলী এলাকায় কৃষকদের ধান কাটায় সহযোগীতা করেন।

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এসএম ইউছুফ আলী জানান, করোনা পরিস্থিতির এ সংকট কালে সারাদেশে শ্রমিকদের সংকট চলছে। এ পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশনায় ও জেলার পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জনের মতো নেতাকর্মী কৃষকদের সহযোগীতায় মাঠে নেমেছে। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, খাগড়াছড়িতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয় ছাত্রলীগ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।