খাগড়াছড়িতে যথাযথ ধর্মীয় ভাবগার্ম্ভীযের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৪তম শুভ জন্মদিন জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ রোববার সকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি শাখার উদ্যোগে শহরের লক্ষী নারায়ণ মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।