খাগড়াছড়িতে জাতীয় পার্টির সাংগঠনিক মতবিনিময় সভা

NewsDetails_01

পূর্ণ শক্তি নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াবে। সাংগঠনিকভাবে জাতীয় পার্টিকে সংগঠিত হতে দেখে অনেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঞা।

NewsDetails_03

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাব হলরুমে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মণীন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

আরও পড়ুন