প্রতিবাদ সমাবেশে জেএসএস এমএন লারমা গ্রুপ খাগড়াছড়ি শাখার দপ্তর সম্পাদক অমর সিং চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমা ও সহ সাধারণ সম্পাদক দীপন চাকমা বক্তব্য রাখেন। বক্তারা, মিঠুন চাকমা হত্যাকান্ডে জেএসএস এমএন লারমা গ্রুপের নেতাদের সম্পৃক্ত করে হয়রানির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেয়া হয় সমাবেশ থেকে।
গত ৩ জানুয়ারী খাগড়াছড়ি সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা। এঘটনায় খাগড়াছড়ি সদর থানায় দুইটি হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যাকান্ডে কারন উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানানো হয়েছে।