দীঘিনালা যুব সমিতির সাধারণ সম্পাদক জ্ঞান চাকমা অভিযোগ করে বলেন, বিনা উস্কানীতে সকালে কলেজ ক্যাম্পাসে ইউপিডিএফ প্রসিত খীসা সমর্থিত ১০-১২ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে জেএসএস এমএন লারমা সমর্থিত পিসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে। আহতদের মধ্যে রনজিৎ চাকমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, অমর বিকাশ চাকমা নামে একজন খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং বাকী ৪জন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুদ্দিন ভূইয়া, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে জেএসএস এমএন লারমা পন্থীদের ওপর প্রতিপক্ষ ইউপিডিএফর সমর্থকরা হামলা করেছে। ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। কলেজের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ইউপিডিএফ’র অন্ত:কোন্দলের জেরে গত ১৫ নভেম্বর ইউপিডিএফ বর্মা নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে ইউপিডিএফ প্রসিত সমর্থিতরা নিজেদের আধিপত্য ধরে রাখতে নানা কর্মসূচি পালন করছে।