খাগড়াছড়ি সদরের এক বাড়িতে ডাকাতি করতে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতরাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত ৭-৯ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন ভিকটিম পরিবার। ভিকটিমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভিকটিমের স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে সবার হাত-পা বেধে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) গোলাম আবছার জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।