খাগড়াছড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার (পিটিআই)২০১৮-২০১৯ শিক্ষা শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন প্রাইমারি কোর্স (ডিপিআই) কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসুচি শুরু হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার ১৬০ জন সহকারি শিক্ষক শিক্ষিকা একবছর মেয়াদি এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। সোমবার সকালে এক বছর মেয়াদে প্রশিক্ষন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুই প্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ি পিটিআই সুপার মতিলাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, সহকারি সুপার ফরহাদ হোসেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আজম এবং রিসোর্স পারসন আবুল হোসেন।