খাগড়াছড়িতে ঢিলেঢালা লক ডাউন

NewsDetails_01

দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণের ঢেউ সামলাতে সরকার সারাদেশে আজ সোমবার থেকে ৭ দিনের লক-ডাউন দিলেও খাগড়াছড়িতে পালিত হচ্ছে ঢিলেঢালা ভাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান সড়কের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অলিগলির দোকানপাট খোলা রয়েছে আগের নিয়মে। সামাজিক ও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে সাপ্তাহিক হাটবারকে ঘিরে বসতে দেখা গেছে হকারদের। তবে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরিণ সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক।

NewsDetails_03

ক্রেতাদের অনেকে মাস্ক পরলেও বিক্রেতারা এ ক্ষেত্রে উদাসীন। জেলায় এখনও পর্যন্ত সংক্রমণের হার কম থাকলেও এভাবে চলতে থাকলে ভয়াবহ হওয়ার শঙ্কা করছেন অনেকে।

জেলা প্রশাসনের তথ্য মতে, স্বাস্থ্যবিধি না মানায় গতকাল রোববার জেলার বিভিন্ন স্থানে ১’শ ২২ জনকে অর্থদ- দেয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে প্রতিদিনই চলছে স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন