খাগড়াছড়িতে তরুণদের উদ্যোগে গণপরিবহন জীবাণুমুক্তকরণ

NewsDetails_01

করোনা ভাইরাস ঠেকাতে খাগড়াছড়ির জেলার তরুণদের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো গণপরিবহন জীবাণু মুক্তকরণের কাজ চলছে।

জেলা শহরের প্রবেশমুখ জিরো মাইল, বাস টার্মিনাল সহ বিভিন্ন পয়েন্টে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতে জীবাণুনাশক ছাটানো হচ্ছে।

NewsDetails_03

আজ বুধবার (২৫মার্চ) ভোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাঙ্গামাটি সড়ক দিয়ে শহরে প্রবেশ করা পরিবহনগুলো জীবাণু মুক্তকরণ কাজে স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

এছাড়া জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক, সাবান ও করোনা প্রতিরোধে করণীয় সর্ম্পকে লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন