খাগড়াছড়িতে তরুণদের উদ্যোগে গণপরিবহন জীবাণুমুক্তকরণ

করোনা ভাইরাস ঠেকাতে খাগড়াছড়ির জেলার তরুণদের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো গণপরিবহন জীবাণু মুক্তকরণের কাজ চলছে।

জেলা শহরের প্রবেশমুখ জিরো মাইল, বাস টার্মিনাল সহ বিভিন্ন পয়েন্টে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতে জীবাণুনাশক ছাটানো হচ্ছে।

আজ বুধবার (২৫মার্চ) ভোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাঙ্গামাটি সড়ক দিয়ে শহরে প্রবেশ করা পরিবহনগুলো জীবাণু মুক্তকরণ কাজে স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

এছাড়া জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক, সাবান ও করোনা প্রতিরোধে করণীয় সর্ম্পকে লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন