ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো: জামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অংক্য মং মারমা, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার দাশ, মাটিরাঙা পৌরসভার সচিব অনিল ত্রিপুরা প্রমুখ।
মানববন্ধন কর্মসূচী শেষে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।