খাগড়াছড়িতে সড়ক নির্মাণের সময় দূর্ঘটনায় নিহত এক শ্রমিকের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন। আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গত ০৮ মে জেলা সার্কিট হাউসের সামনের রাস্তায় সড়ক সংস্কার ও নির্মাণ কাজের সময় পিচ ঢালাই করার রোলারের মাধ্যমে এক মর্মান্তিক দূর্ঘটনার শিকার হন সবুজবাগ এলাকার বাসিন্দা ও সড়ক নির্মাণ শ্রমিক মোঃ জাফর(৬০)।
এককালীন আর্থিক সহায়তা ছাড়াও নিহতের সন্তানদের শিক্ষার ব্যয়ভারও বহন করবে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
সেনা কর্মকর্তারা জানান, জনকল্যাণে এবং যেকোনো দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম প্রদান করবে।