খাগড়াছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এল্টু চাকমা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) রাতে জেলা সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এলটু চাকমা মহালছড়ি উপজেলার মাইসছড়ির নোয়াপাড়ার অনিল বিকাশ চাকমার ছেলে। সে একটি তামাকজাত কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্ত আবুল হাসান খান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে ঢুকে তাকে ছুরিকাঘাত করা হতে পারে। হত্যা রহস্য উদঘাটন ও খুনীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।