আধিপত্য বিস্তারের জেরে পাহাড়ে আবারও হত্যাকান্ড। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে বিনাসন চাকমা ওরফে সুসময় নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের স্থানীয় এক সংগঠক নিহত হয়েছে। শুক্রবার পৌনে ১২ টায় পানছড়ি সদর ইউনিয়নের অক্ষয়পাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত সুসময়ের বাড়ি রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকায়।
ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের প্লে সমর্থিতরা এ হত্যাকান্ডের সাথে জড়িত।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল আলম জানান,পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। এঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।