খাগড়াছড়িতে দেশীয় অস্ত্র উদ্ধার

purabi burmese market

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গালামনিপাড়ায় বিজিবি’র অভিযানে পরিত্যক্তাবস্থায় দেশীয় তৈরী একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন পলাশপুর জোনের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ।
তিনি জানান, পলাশপুর জোনের আওতাধীন গালামনি পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবি’র অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের অবস্থান করা ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরী একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান লে: কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।