খাগড়াছড়িতে দেশীয় মদসহ আটক ২

খাগড়াছড়িতে দেশীয় মদসহ আটক দুইজন
খাগড়াছড়িতে ৫০ বোতল দেশীয় তৈরী মদসহ ২জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল মদসহ মদ বিক্রেতা রজত চাকমা ও ক্রেতা রওশন আলীকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মহাজনপাড়া এলাকার একটি মুদিমালের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান রাখা ৫০ বোতল মদসহ দুইজনকে আটক করা হয়। মুদিমালের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মদ তৈরী করে বিক্রী করা হতো।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটো আটকের সত্যতা নিশ্চিত করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান।

আরও পড়ুন