খাগড়াছড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

purabi burmese market

খাগড়াছড়ির মহালছড়িতে চাকরীর দেয়ার প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল জলিল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে মহালছড়ির লেমুছড়ি কাটিংটিলার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার এজাহারে জানা যায়, চাকরীর দেয়ার কথা বলে ওই কিশোরীকে খাগড়াছড়ি সদরের একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে কথিত সাংবাদিক পরিচয় দেয়া আব্দুল জলিল। বিষয়টি কিশোরীর পরিবার জানার পর খাগড়াছড়ি সদর থানায় গত শনিবার মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানান, খাগড়াছড়ি সদর ও মহালছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। বিধি মোতাবেক তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার হওয়া যুবককে আজ সোমবার আদালতে হাজির করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।