খাগড়াছড়ির দীঘিনালার এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে ছয়মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯০ জন নবীন সৈনিকের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রেনিং সেন্টারের প্যারেড ফিল্ডে নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং সেন্টারের প্রধান তত্ত্ববধায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম।
শপথ পাঠ শেষে নবীন সৈনিকদের উদ্দেশে বক্তব্যে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, প্রাপ্ত প্রশিক্ষণ ও শপথের মধ্য দিয়ে অর্পিত দায়িত্ব নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নবীন সেনাদের সজাগ থাকতে হবে।
পরে জিওসি নবীন সৈনিকদের কুজকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং প্রশিক্ষণে শ্রেষ্ঠতা অর্জনকারী কোম্পানী ও সৈনিকদের পুরস্কৃত করেন।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা ও নবীন সৈনিকদের স্বজনরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।