খাগড়াছড়িতে নবীন ৩৪৮ সৈনিকের শপথগ্রহণ

purabi burmese market

খাগড়াছড়িতে নবীন সৈনিকের শপথগ্রহণ
খাগড়াছড়ির পুলিশ বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নবীন সৈনিকদের ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকার এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: ইকবাল বাহার।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪৮ জন নবীন সৈনিককে শপথগ্রহণ ও কৃতি প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে নবীনদের প্রতি আহবান জানান। বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনীতে রূপান্তরের কাজ চলছে জানিয়ে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে এপিবিএন ট্রেনিং সেন্টারের অধিনায়ক অওরঙ্গজেব মাহবুব, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল জি এম সোহাগ, পুলিশ সুপার আলী আহাম্মদ খানসহ উর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, সৈনিকদের আত্মীয় স্বজনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।