খাগড়াছড়িতে নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

জাতীয় শোক দিবসে খাগড়াছড়িতে ‘পার্বত্য নাগরিক পরিষদ’ আজ রোববার (১৫ আগস্ট) জেলা শহরের বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের বাসিন্দাদের ভোগ্যপণ্য বিতরণ করেছে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মীনিসহ অন্যান্য শহিদ স্বজনদের আত্মার মঙ্গল কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সা: সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর প্রকৌশলী মো: আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী এবং নাগরিক পরিষদের সহ-সভাপতি তাহেরুল ইসলামসহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন