নারীর প্রতি সহিংসতা রোধ ও সহিংসতার শিকার নারীদের ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এডভোকেসী এবং নেটওর্য়াকিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিএইচটিডিএফ-ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও স্থানীয় উন্নয়ন সংস্থা কাবিদাং সোমবার সকালের দিকে খাগড়াছড়ির মিলনপুর একটি ক্লাবে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।
কর্মশালায় ইউএনডিপির জনগোষ্ঠির ক্ষমতায়ন প্রকল্পের জেলা কর্মকর্তা উশিমং চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল, প্রশিক্ষক বিনিত কুমার চক্রবর্তী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর ফয়সাল আহম্মেদ, কাবিদাং‘র নির্বাহী পরিচালক লালসা চাকমা ও কাবিদাং‘র প্রজেক্ট সাপোর্ট অফিসার ডরোতি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে পলিসি এডভোকেসী ও নেটওয়ার্কিং এবং সহিংসতার শিকার নারীদের কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়। এডভোকেসী এবং নেটওর্য়াকিং প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় কারবারী, হেডম্যান, এনজিও কর্মী, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহন করে।