খাগড়াছড়িতে নিখোঁজের এক সপ্তাহ পর প্রীতি রাণী ত্রিপুরা’র লাশ উদ্ধার

purabi burmese market

খাগড়াছড়িতে নিখোঁজের এক সপ্তাহ পর প্রীতি রাণী ত্রিপুরা(২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল এলাকার ঝোপ থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত প্রীতি রাণী ত্রিপুরা খাগড়াছড়ি সদরের চম্পাঘাট এলাকার হরি শংকর ত্রিপুরার স্ত্রী। এক সপ্তাহ ধরে সেই নিখোঁজ ছিল বলে জানিয়েছে স্বজনরা।

পুলিশ জানায়, সকালে সড়কের পাশে ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর নিহতের স্বামী হরি শংকর ত্রিপুরা তাকে শনাক্ত করে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে জানিয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।